My Sports App Download
500 MB Free on Subscription


ব্যর্থতার সব দায় ডমিঙ্গোর নয় : সুজন

বাংলাদেশ দলের সাম্প্রতিক ব্যর্থতার জন্য প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে দিকে আঙ্গুল উঠেছে। কেননা তার তত্ত্বাবধানে বাংলাদেশ দল উল্লেখ্যযোগ্য কোন সাফল্য পাইনি। স্বাভাবিক ভাবেই তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও শ্রীলঙ্কা সফরে দল নেতা হিসেবে গিয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। তিনি খুব কাছ থেকেই ডমিঙ্গোকে দেখেছেন। তার মতে সাম্প্রতিক ব্যর্থতার সব দায় কোনমতেই ডমিঙ্গোর একার নয়।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঐচ্ছিক অনুশীলনের ফাঁকে খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘উনি জেতার জন্যই মরিয়া। একটা কোচতো জিততে চায়, সে চাইবে যত ভালো ফল সে এনে দিতে পারে। সে চেষ্টা করছে কিন্তু হয়তো তার দুর্ভাগ্য, হচ্ছে না। তবে আমি বলবো তার তত্ত্বাবধানে অনুশীলন খারাপ হচ্ছে না। হয়তো আমাদের কিছু ভুল হচ্ছে, হয়তো পরিকল্পনাতেও কিছু ভুল আছে।

নিউজিল্যান্ড সফরে সীমিত ওভারের ৬ ম্যাচের সবকটিতে হেরে যাওয়ার পরই মূলত ডমিঙ্গোকে নিয়ে আলোচনা শুরু। সুজন অবশ্য ডমিঙ্গোর থাকা কিংবা না থাকা নিয়ে আলোচনায় গেলেন না, ‘আমি জানি না কতদিন সে থাকবে, এটাতো আসলে বোর্ডের ব্যাপার। এটা নিয়ে আমার কথা বলাটা একদমই অনুচিত। কারণ ওর সাথে তো বোর্ডের একটা চুক্তি আছে।’

ডমিঙ্গোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে বিসিবি নিশ্চিত ভাবেই খালেদ মাহমুদের কাছ থেকে তথ্য নেবে। তবে সাবেক এই ক্রিকেটার বাংলাদেশের কোচের ব্যাপারে যে ইতিবাচক সেটি তার এই কথাতেই স্পষ্ট, ‘আমি যতটুকু ওকে কাছ থেকে দেখেছি আমি বলবো সে কাজ করে, সে ছেলেদের উৎসাহী করে। অনেক সময় পরিকল্পনার সঠিক প্রয়োগ হয়, অনেক সময় হয়না। সেটা দিয়ে আপনিতো তাকে দোষ দিতেও পারেন না। সুতরাং আমি দোষাদোষিতে যেতে চাই না। অতীত ভুলে শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের সিরিজটা গুরত্বপূর্ণ, এরপর জিম্বাবুয়ে সফর আছে। আমরা সবাই একসাথে কাজ করতে চাই।’

  •