তারুণ্য নির্ভর দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। দলে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার না থাকলেও ক্রিকেটীয় অভিজ্ঞতায় বাংলাদেশের চেয়ে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। শনিবার (১৬ জানুয়ারি) এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
ওয়েস্ট ইন্ডিজ দলের নিয়মিত মুখ কাইরন পোলার্ড, এভিন লুইস, নিকোলাস পুরানরা না থাকলেও পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে টাইগাররা। দলের বেশিরভাগ সিনিয়র ক্রিকেটাররা থাকলেও ক্রিকেটীয় অভিজ্ঞতায় নিজেদেরকে পিছিয়ে রাখছেন নান্নু। সেই সঙ্গে ঘরের মাঠে খেলা হওয়ায় চাপে থাকতে হবে বাংলাদেশকে।
যদিও চাপ নিয়ে ভাবতে নারাজ বিসিবির প্রধান নির্বাচক।বরং কেবল একটি আন্তর্জাতিক সিরিজ হিসেবে দেখছেন তিনি। দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরলেও ভালো একটি সিরিজ প্রত্যাশা করছেন তিনি। তবে সেটার জন্য দলগতভাবে ভালো খেলতে হবে বলে জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে নান্নু বলেন, ‘আমরা খেলবো ওয়েস্ট ইন্ডিজের সাথে। আমাদের চেয়ে ওদের ক্রিকেটীয় অভিজ্ঞতা অনেক অনেক বেশি। আমাদের জন্য ঘরের মাঠের ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছি। আমাদের জন্যও এটা একটা চাপ কাজ করবে। এসব চিন্তা না করে একটা আন্তর্জাতিক ম্যাচ খেলে, আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। সবাই মিলে সব পারফরম্যান্সে এই সিরিজটা আমরা ভালো করতে চাই। ভালো ক্রিকেট খেলে অবশ্যই ভালো একটা সিরিজ প্রত্যাশা করছি।’
করোনার কারণে প্রায় ১০ মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিল বাংলাদেশ। আগামী ২০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল-সাকিব আল হাসানরা। নান্নু মনে করেন, ক্রিকেটাররা বেশ অভিজ্ঞ। আসন্ন এই সিরিজে ক্রিকেটাররা ভালো ক্রিকেট উপহার দিতে পারবে বলে আশবাদী তিনি।
এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘আমাদের জন্য একটা ফ্রেশ শুরু করা। কারণ একটা লম্বা বিরতি গিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে এত বড় গ্যাপ মানে নতুন করে শুরু করার অর্থ শূন্য থেকে শুরু করা। সে হিসেবে প্লেয়ারদের উপর একটা চাপ অবশ্যই থাকবে, চ্যালেঞ্জ নিয়ে খেলতে হবে। যেহেতু আমরা ঘরের মাথে খেলছি আরও বেশি চ্যালেঞ্জের। প্রত্যাশা থাকবে ভালো ক্রিকেট খেলা। আমার বিশ্বাস আমাদের প্লেয়াররা যথেষ্ট অভিজ্ঞ আছে। নতুন এবং পুরাতন মিলিয়ে অভিজ্ঞতার দিক দিয়ে ভালো একটা দল হয়েছে। আমি আশা করছি এই সিরিজে আমরা ভালো ক্রিকেট উপহার দিতে পারবো।’