My Sports App Download
500 MB Free on Subscription


মিসবাহর স্থলাভিষিক্ত বোথা

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল ইসলামাবাদ ইউনাইডেটের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন জোহান বোথা। তিনি মিসবাহ উল হকের স্থলাভিষিক্ত হয়েছেন। 

এর আগেও ইসলামাবাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে বোথার। পিএসএলের দ্বিতীয় আসরে দলটির ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক।

কদিন আগেই অবসর ভেঙে মাঠে ফিরে সবাইকে চমকে দিয়েছিলেন এই লেগ ব্রেক স্পিনার। চলতি বিগব্যাশের আসরে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে হোবার্ট হ্যারিক্যানসের হয়ে আবারও মাঠে নামেন তিনি।

এবার ইসলামাবাদের কোচ হয়ে আবারও আলোচনায় আসলেন এই প্রোটিয়া। দলটির কোচ হয়ে নিজের অনুভূতি প্রকাশ করে বোথা বলেছেন, তিনি নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে চান দলটির সঙ্গে।

তিনি বলেন, 'ইসলামাবাদ ইউনাইটেডে ফিরে আমি দারুণ আনন্দিত। এই ফ্র্যাঞ্চাইজির মাধ্যমেই আমি প্রথম পিএসএলের স্বাদ পেয়েছিলাম। এই টুর্নামেন্টে আমি কোচিংয়ের ভিন্ন অভিজ্ঞতা হয়েছিল। আমার পরিকল্পনা সবার অভিজ্ঞতা একসঙ্গে কাজে লাগানো এবং আশা করছি ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে স্মরণীয় কিছু করতে পারবো পিএসএলে।' 

দলটির মালিক আলী নাকভি বলেছেন, 'জোহান আমাদের সঙ্গে ২০১৭ সালে কাজ করেছিল এবং তার সঙ্গে যারা কাজ করেছে তারা মোটেই বিশ্বের টি-টোয়েন্টি লিগগুলোতে তার পারফরম্যান্স দেখে অবাক হবে না। আমরা আশা করছি সে আমাদের লক্ষ্য পূরণ করতে পারবে।'