My Sports App Download
500 MB Free on Subscription


দলের জয়ে অবদান রাখতে পেরে দারুন তৃপ্ত

অবিশ্বাস্য ম্যাচ জিতলো জেমকন খুলনা। এমন জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান আরিফুল হকের। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২২ রানের। মেহেদী হাসান মিরাজের শেষ ওভারে মিরপুরের ২২ গজে ঝড় তোলের আরিফুল। ১ বল হাতে রেখে চার ছক্কায় ৪ উইকেটে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ এই ক্রিকেটার। দলের জয়ে অবদান রাখতে পেরে দারুন তৃপ্ত আরিফুল।

ম্যাচ সেরার পুরষ্কার পাওয়া আরিফুল সংবাদ মাধ্যমকে বলেছেন সেই তৃপ্তির কথা, ‘আলহামদুল্লিাহ খুব ভালো লাগছে। দলের যতটুকু দরকার ছিলো আমার সাধ্য অনুযায়ি চেষ্টা করেছি। সফল হয়েছি, এটাই বড় ব্যাপার।’সাকিব-মাহমুদউল্লাহ-ইমরুল-এনামুল-শফিউল-আল আমিনদের নিয়ে কাগজে-কলমে অভিজ্ঞ দল গড়েছে খুলনা। দূর্দান্ত এক দল নিয়েও হারতে বসেছিল মাহমুদউল্লাহ দল। শেষ ওভারে আরিফুলের ব্যাট থেকে ওমন অতিমানবীয় একটি ইনিংস না এলে সাকিবের প্রত্যবর্তন ম্যাচটি হার দিয়েই শুরু হতো।

 নিজের দলে নিয়ে আরিফুল বলেছেন, ‘আসলে আমরা অনেকদিন পর খেলতে নেমেছি। এমনটা হতেই পারে। ক্রিকেট এক বলের খেলা। কাগজে কলমে হয়তো আমরা ভালো দল। কিন্তু আমাদের প্রতিটি ম্যাচ খেলেই জিততে হবে। আমরা আগেই যদি মনে করি আমরা ভালো দল, সব ম্যাচ এমনিতেই জিতে যাবো, এভাবে আসলে ক্রিকেট খেলা হয়নি। আজকে হয়তো আমাদের এমন পরিস্থিতি (ম্যাচ হারের) এসেছিল। আবার এমন পরিস্থিতিও আসবে আমরা সহজেই জিতে গেছি।’

  •