My Sports App Download
500 MB Free on Subscription


বোলারদের নিয়ে সন্তুষ্ট মুমিনুল

টেস্ট জিততে পেসারদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পেসাররা কী পারবে শ্রীলঙ্কায় টেস্ট জেতাতে? মুমিনুল অবশ্য জানালেন, তিনি তার পেসারদের নিয়ে সন্তুষ্ট। 

অভিজ্ঞ এবাদত, খালেদ, আবু জায়েদ, তাসিকন ছাড়াও স্কোয়াডে আছেন প্রথমবার সুযোগ পাওয়া শরিফুল, শফিকুল ও মুকিদুল। ২১ জনের প্রাথমিক স্কোয়াডে সাতজন পেসার নিয়ে শ্রীলঙ্কা উড়াল দেবে বাংলাদেশ দল। রবিবার সংবাদ সম্মেলনে মুমিনুল বলেছেন, ‘আপনি যদি সর্বশেষ ৪-৫টা সিরিজ দেখেন, আমার কাছে মনে হয় আপনিও আমার সঙ্গে একমত হবেন। পেস বোলাররা খুবই ভালো করছে এমনকি স্পিনাররাও। ওই হিসেবে চিন্তা করলে আমি বোলারদের নিয়ে খুব খুশি।’

অবশ্য এটাও বলেছেন, কেবল পেসারদের দায়িত্ব নিলেই হবে না, দায়িত্বটা নিতে হবে ব্যাটসম্যানদেরও, ‘এখানে ব্যাটিংটা অনেক গুরুত্বপূর্ণ। কেবল বোলিং নয়, ব্যাটিংও ভালো করতে হবে। শেষ ২-৩ সিরিজে ব্যাটিং তেমন আশানুরূপ হয়নি। আমার কাছে ব্যাটিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’অবশ্য শ্রীলঙ্কা সফরে ঠিক কতজন পেসার খেলবে এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া কঠিন। তবে শ্রীলঙ্কার কন্ডিশন যেমন, তাতে করে স্পিন বান্ধব উইকেট হওয়ার সম্ভাবনাই বেশি। মুমিনুল বলেছেন, ‘আমরা চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে ৫-৬টা বোলার নিয়েছি। ওখানে কন্ডিশনের কারনে আমার খুব বেশি পেসার খেলাইনি। শ্রীলঙ্কাতে উইকেটের কন্ডিশন বুঝে আমি ২-৩-৪ জন পেসার হয়তো খেলাবো।’

বাংলাদেশ দল শ্রীলঙ্কায় সবশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। সেবার গলে প্রথম টেস্ট হারলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্টে স্মরণীয় জয় পায় বাংলাদেশ। এবার কি এমন কিছু হবে। মুমিনুল কূটনৈতিক উত্তর দিলেন, ‘ দেখুন ভবিষ্যৎ আপনি বলতে পারবেন না। প্রতিটা দিন প্রতিটা সেশন যদি আমরা জিততে পারি, ভালো খেলতে পারি। তাহলে ফলাফল আমাদের দিকে আসবে।নিজেদের প্রস্তুতি নিয়ে মুমিনুল বলেছেন, ‘যারা ওয়ানডে খেলে ওদের জন্য একটু কঠিন, কিন্তু যারা শুধু টেস্ট খেলে ওরা দুইটা ৪ দিনের ম্যাচ খেলেছে, লাল বলে অনুশীলন করেছে। যারা প্রতিনিয়ত খেলে ওদের জন্য ভালো প্রস্তুতি হয়েছে।’

  •