My Sports App Download
500 MB Free on Subscription


প্রথম নিউ জিল্যান্ড টেস্টে নেই শাদাব

বাঁ ঊরুর চোটে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন পাকিস্তানের লেগ স্পিনিং অলরাউন্ডার শাদাব খান। আগামী ২৬ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইয়ে হবে দুই দলের বক্সিং ডে টেস্ট। তার নেতৃত্বে পাকিস্তান নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলে, যা তারা হেরে যায় ২-১ এ। প্রথম টেস্টের আগে নিয়মিত অধিনায়ক বাবর আজম ও ইমাম-উল-হকের পর শাদাবের ছিটকে যাওয়া সফরকারীদের জন্য বড় ধাক্কা।

শাদাবের শূন্যস্থান পূরণ করতে যাচ্ছেন নিউ জিল্যান্ড সফরে থাকা পাকিস্তান শাহিন্স স্কোয়াডের বাঁহাতি স্পিনার জাফর গোহার। এরই মধ্যে হ্যামিল্টন থেকে টেস্ট দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। গত কায়েদ-ই-আজম ট্রফিতে ৩৮ উইকেট নিয়ে তৃতীয় সফল বোলার ছিলেন ২৫ বছর বয়সী স্পিনার। ২০১৫ সালে ইংল্যান্ডে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় তার। কিন্তু তারপর থেকে আর জাতীয় দলের জার্সি গায়ে ওঠেনি তার।

অথচ ২০১৬ সালে মাত্র ২০ বছর বয়সে গোহারের টেস্ট অভিষেক হতে পারতো। চোটাক্রান্ত ইয়াসির শাহের বদলি হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য সংযুক্ত আরব আমিরাতে তাকে ডাকা হয়েছিল। কিন্তু ঘুমিয়ে থাকায় লাহোর বিমানবন্দরে দেরিতে পৌঁছানোয় ফ্লাইট মিস করেন। ৩৯ প্রথম শ্রেণির ম্যাচে ২৮.৫৬ গড়ে ১৪৪ উইকেট নিয়েছেন তিনি।

কুঁচকির চোটে অক্টোবর-নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সাদা বলের হোম সিরিজ খেলতে পারেননি শাদাব। তবে নিউ জিল্যান্ড সফরের আগে সেরে ওঠেন। ক্রাইস্টচার্চে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সময় ঊরুতে সমস্যা দেখা দেয়। তারপরও বাবর আজম আঙুলের চোটে ছিটকে যাওয়া টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেন।

পিসিবি নিশ্চিত করেছে, বাঁ ঊরুতে ব্যথার কথা জানিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে তাকে আরও সাত দিনের জন্য বিশ্রামে থাকতে বলা হয়েছে। সুস্থতা ও পুনর্বাসনের সময় নির্ধারণে বৃহস্পতিবার টাউরাঙ্গায় তার স্ক্যান করানো হবে।