টানা দুই ম্যাচ জিতে মিরপুরের সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। চট্টগ্রামে শেষ ম্যাচটি কেবল নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হলেও বিশেষ কারনে ম্যাচটির গুরুত্ব ছিল। ২০২৩ বিশ্বকাপ সরাসরি খেলতে আইসিসির ওয়ানডে সুপার লিগে সেরা সাতে থাকতে হবে বাংলাদেশ দলকে। ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পূর্ণ ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেছে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজ দিয়ে আইসিসির ওয়ানডে সুপার লিগে পথচলা শুরু করেছে বাংলাদেশ। ৩ ম্যাচ থেকে তামিমদের প্রাপ্তি ৩০ পয়েন্ট। ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে এই পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ।টুর্নামেন্টে স্বাগতিক ভারত ও এই সুপার লিগের শীর্ষ ৭ দল সরাসরি সুযোগ পাবে। বাকি দুই দলকে খেলতে হবে বাছাই পর্ব। ৬ ম্যাচ খেলে ৪ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে আছে অস্ট্রেলিয়া। তাদের পরেই বাংলাদেশের অবস্থান। ইংল্যান্ড ৬ ম্যাচের তিনটিতে জিতে ৩০ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে।
পাকিস্তানে ৩ ম্যাচ খেলে দুটিতে জিতে ২০ পয়েন্ট সংগ্রহ করেছে। আফগানিস্তান দুই ম্যাচের দুটিতে জিতে পূর্ণ ২০ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে অবস্থান করছে। জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড দশ পয়েন্ট নিয়ে যথাক্রমে ৬ ও ৭ নম্বরে অবস্থান করছে। ভারতের তিন ম্যাচে পয়েন্ট সংখ্যা ৯। স্লো ওভার রেটের কারনে একটি পয়েন্ট কাটা গেছে। ২০২৩ বিশ্বকাপের স্বাগতিক হওয়ার কারনে ভারতের পয়েন্ট গুরুত্বপূর্ণ নয়। তারা সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে।এদিকে বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচ হেরে কোন পয়েণ্ট পায়নি সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড ও নিউজিল্যান্ড এখনো আইসিসির ওয়ানডে সুপার লিগের ম্যাচ খেলেনি।