আজ থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড। বিরাট কোহলী এবং কেন উইলিয়ামসন, দুই অধিনায়কের সামনেই রয়েছে ক্লাইভ লয়েড এবং মহেন্দ্র সিংহ ধোনিকে ছোঁওয়ার সুযোগ।
আজ থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড। বিরাট কোহলী এবং কেন উইলিয়ামসন, দুই অধিনায়কের সামনেই রয়েছে ক্লাইভ লয়েড এবং মহেন্দ্র সিংহ ধোনিকে ছোঁওয়ার সুযোগ। ১৯৭৫ সালে একদিনের ক্রিকেটে প্রথম বিশ্বকাপ জিতেছিল লয়েডের ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে ২০০৭ সালে প্রথম টি২০ বিশ্বকাপ জিতেছিল ধোনির ভারত। সেই কারণেই প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যে দলই জিতুক, লয়েড, ধোনির সঙ্গে এক আসনে বসতে পারবেন কোহলী বা উইলিয়ামসনের মধ্যে একজন।
এবারই প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হচ্ছে। অনেকেই এই ম্যাচকে বিশ্বকাপের সঙ্গে তুলনা করছেন। এই প্রথম টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন নির্ধারিত হবে এই ম্যাচের মাধ্যমে।