My Sports App Download
500 MB Free on Subscription


এমপিএলে খেলতে পারবেন না মাহমুদউল্লাহ-মোসাদ্দেকরা

ইংল্যান্ডে শুরু হওয়ার অপেক্ষায় আছে ১০০ বলের ক্রিকেট। কিন্তু এর আগেই ২১ ডিসেম্বর শুর বাংলাদেশে শুরু হয়ে গেছে ক্রিকেটের এই ভিন্নধর্মী ফরম্যাট। যেখানে অংশ নিচ্ছেন জাতীয় দল এবং এর আশে-পাশে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার। সঙ্গে আছেন যুব বিশ্বকাপ জয়ী ৫ ক্রিকেটারও। 

২১ ডিসেম্বর এই টুর্নামেন্টের পর্দা উঠলেও মাহমুদউল্লাহ রিয়াদ এবং মোসাদ্দেক হোসেনের এই টুর্নামেন্টে অংশ নিতে পারছেন না। কেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সুত্র সোমবার জানিয়েছে, জাতীয় দলের আওতায় থাকা এমন কোন ক্রিকেটার এই টুর্নামেন্টে খেলতে পারবেন না।

মূলত করোনার এই সময়ে ক্রিকেটারদের স্বাস্থ্য ঝুঁকির কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে। কারণ আগামী মাসেই বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ দল। যা দিয়ে ৩১৩ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। তাই এই সিরিজের আগে কোন প্রকার ঝুঁকি নিতে নারাজ বোর্ড। 

এই প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, 'নির্বাচকরা শীঘ্রই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য সম্ভাব্য দল সাজাবে। তাই প্রাথমিক স্কোয়াডে থাকবে এমন কেউই এমপিএলে অংশ নিতে পারবে না।'

'এমন ধরণের টুর্নামেন্টে খেলতে বিসিবির অনুমতির প্রয়োজন হয় না। তবে যেহেতু সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আছে আর ক্রিকেটারদের স্বাস্থ্যের একটা ব্যাপার আছে তাই আমরা কোন প্রকার ঝুঁকি নিতে চাইছি না' আরও যোগ করেন তিনি।

মাহমুদউল্লাহ, মোসাদ্দেক ছাড়াও এই টুর্নামেন্টে খেলছেন শুভাগত হোম, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুলরা। এছাড়া যুব বিশ্বকাপজয়ী পাঁচ ক্রিকেটার আকবর আলী, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, রাকিবুল হাসান ও তৌহিদ হৃদয়রাও এই টুর্নামেন্টে নাম লিখিয়েছেন।

মুজিববর্ষের বিশেষ আয়োজনে টুর্নামেন্টটিতে অংশ নিয়েছে ৬ দল। পৃষ্ঠপোষকতায় ওয়ালটন। আজ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউজ মাঠে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় ম্যাচ হবে ৯টি। দুটি সেমিফাইনালের সঙ্গে ফাইনাল দেখানো হবে টি স্পোর্টস চ্যানেলে।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা। রানার্স-আপ পাবে ৭৫ হাজার টাকা। সেমিফাইনাল ও ফাইনালের আগে ম্যান অব দ্য ম্যাচের প্রাইজমানি ১০ হাজার। শেষ তিন ম্যাচে ম্যাচসেরার পুরস্কার ২০ হাজার টাকা করে দেওয়া হবে।

  •