My Sports App Download
500 MB Free on Subscription


প্রথম পরীক্ষায় নেগেটিভ সাকিব, ফলের অপেক্ষায় মোস্তাফিজ

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় একটি চার্টার্ড ফ্লাইটে ভারত থেকে ঢাকা পৌঁছান আইপিএলে খেলা বাংলাদেশি দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। ইতিমধ্যে দুই ক্রিকেড়টারের প্রথম করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। সাকিবের ফলাফল নেগেটিভ এলেও ফলাফলের অপেক্ষায় আছেন মোস্তাফিজ। আগামীকাল (রবিবার) মোস্তাফিজের কোভিড পরীক্ষার ফল আসবে।

বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তিনি বলেছেন, ‘ইতিমধ্যে দুই ক্রিকেটারের করোনা সনাক্ত হয়েছে। সাকিবের ফল নেগেটিভ এসেছে। মোস্তাফিজের ফল আমরা এখনো পায়নি, আশা করি রবিবার সকালে পেয়ে যাবো। ‘ভারত থেকে দেশে ফেরায় সাকিব-মোস্তাফিজকে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। ১৪ দিনের কোয়ারেন্টিনে সাকিব থাকছেন গুলশানের একটি হোটেলে, আর সস্ত্রীক মোস্তাফিজ থাকছেন হোটেল সোনারগাঁওয়ে।

করোনাভাইরাসের থাবায় বন্ধ হয়ে গেছে আইপিএল। ভারতের সঙ্গে বাংলাদেশের সব যোগাযোগ বন্ধ থাকায় সাকিব-মোস্তাফিজের দেশে ফেরা কঠিন হয়ে পড়েছিল। অনেক আলোচনার পর নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির উদ্যোগে চার্টার্ড ফ্লাইটে ঢাকায় পৌঁছান তারা। এবারের আইপিএলে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স, আর মোস্তাফিজ মাঠ মাতিয়েছেন রাজস্থান রয়্যালসের জার্সিতে।

সূচি অনুযায়ী ১৮ মে দেশে ফিরতেন সাকিব-মোস্তাফিজ। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকলে তখন শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ কঠিন হয়ে যেত তাদের। যেহেতু আগেই দেশে ফিরতে পেরেছেন তারা, তাই ২৩ মে থেকে শুরু হতে যাওয়া সিরিজ খেলতে আর কোনও সমস্যা থাকার কথা নয়। তাদের কোয়ারেন্টাইন শেষ হবে আগামী ২০ মে। ২৩ মে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। ফলে মাত্র দুদিন অনুশীলনের সুযোগ পাবেন তারা।

আগামী ১৬ মে ঢাকায় পৌঁছাবে শ্রীলঙ্কা। ঢাকায় ফিরেই তিনদিনের রুম কোয়ারেন্টিনে থাকতে হবে সফরকারীদের। এর পর ১৯ মে থেকে তারা অনুশীলনে ফিরতে পারবে।১৯ ও ২০ মে মিরপুরের একাডেমিতে দুই দিনের অনুশীলন শেষে বিকেএসপিতে একটি প্রস্তুতিমূলক ওয়ানডে খেলবে লঙ্কানরা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুই দলের আসল লড়াই শুরু হবে ২৩ মে থেকে। ২৫ ও ২৮ মে সিরিজের শেষ দুটি ওয়ানডেও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।