My Sports App Download
500 MB Free on Subscription


অস্ট্রেলিয়া সফর শেষ জাদেজার

সিডনি টেস্টের মাঝপথে বড় ধাক্কা খেলো ভারত। দলটির অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা চলতি টেস্ট তো বটেই মেলবোর্ন টেস্ট থেকেও ছিটকে গেছেন। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

জাদেজার বুড়ো আঙুলে চিড় ধরেছে। এর ফলে সিরিজ শেষ না করেই দেশে ফিরে যেতে হচ্ছে তাঁকে। অন্তত ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে হচ্ছে তাঁকে। এমনকি অস্ত্রোপচারও করাতে হতে পারে তাঁকে।

এই চোটের ফলে ঘরের মাঠে আসন্ন ইংল্যান্ড সিরিজেও অনিশ্চিত ভারতের এই অলরাউন্ডার। ভারতের প্রথম ইনিংসের ৯৯তম ওভারে এই চোট পান জাদেজা।

অজি পেসার মিচেল স্টার্কের চতুর্থ বলে ডিফেন্স করার সময় বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পান তিনি। এরপর ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দেন তাঁকে।

এরপর ব্যাটিং শুরু করলেও বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। আউট হয়েছেন ৩৭ বলে ২৮ রানের ইনিংস খেলে। প্রথম ইনিংসে ৪ উইকেট দখল করে ভারতের সেরা বোলার জাদেজাই।

টেস্ট সিরিজের বাকি অংশে তার না থাকা তাই ভাবনার কারণ ভারতের জন্য। তবে দলটির জন্য স্বস্তির খবর নিয়ে এসেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত।

তিনি ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। দ্বিতীয় ইনিংসে আবারও মাঠে নামতে দেখা যেতে পারে বলে জানিয়েছে, টাইমস অব ইন্ডিয়া।

ভারতের ইনিংসের ৮৫তম ওভারে কামিন্সের করা পঞ্চম বলটি সরাসরি গিয়ে লেগেছিল পন্তের বাঁ হাতের কনুইয়ে। এরপর ফিজিও তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন।  এরপর আবার ব্যাটিংয়ে ফিরলেও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি তিনি।

  •