My Sports App Download
500 MB Free on Subscription


আইপিএল প্লে-অফের চার অধিনায়কের মধ্যে সেরা কে, জানালেন গৌতম গম্ভীর

এ বারের আইপিএল প্লে-অফে যে চারটি দল উঠেছে, তাদের অধিনায়কের বিশ্লেষণ করলেন গৌতম গম্ভীর। কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস শেষ চারে উঠেছে। অইন মর্গ্যান, বিরাট কোহলী, মহেন্দ্র সিংহ ধোনি এবং ঋষভ পন্থের তুলনা করলেন গম্ভীর।

কেকেআর-এর প্রাক্তন অধিনায়ক সমালোচনা করেছেন এখনকার অধিনায়কের। গম্ভীর বলেন, ‘‘মর্গ্যানের ব্যাপারে আমি আর কী বলব! ও তো অধিনায়কত্বই করে না। ওদের তো ভিডিয়ো বিশ্লেষক নেতৃত্ব দেয়। ও সারাক্ষণ ভিডিয়ো বিশ্লেষকের দিকে তাকিয়ে থাকে। ফলে আমি জানি না, কেকেআর-এর অধিনায়কত্বটা মাঠের ভিতরে হয়, না বাইরে থেকে হয়।’’

কোহলীর ভূয়সী প্রশংসা করেন গম্ভীর। বলেন, ‘‘বিরাট অসাধারণ। সত্যি কথা বলতে কী, আমি কোহলীর অধিনায়কত্ব খুব একটা পছন্দ করি না। কিন্তু এ বারের আইপিএল-এ দেখছি, ও দারুণ নেতৃত্ব দিচ্ছে। এটাই অধিনায়ক হিসেবে ওর শেষ আইপিএল বলে হয়ত অনেক বেশি উপভোগ করতে চাইছে। তা ছাড়া এ বার ওর হাতে ভাল বোলার রয়েছে।’’

গম্ভীরের কাছে এখনও সেরা অধিনায়ক ধোনি। তিনি বলেন, ‘‘শুধু অধিনায়কত্বের বিচারে বলতে পারি, চাপ সামলানোর সেরা লোক ধোনি।’’ ঋষভ নিয়ে গম্ভীর বলেন, ‘‘ঋষভরা কিছুটা সুবিধেজনক জায়গায়। কারণ ওদের দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। বিশেষ করে রবিচন্দ্রন অশ্বিনের মতো একজন রয়েছে, যে আগে অধিনায়কত্ব করেছে।’’

  •