ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিকট অতীতে বাংলাদেশের হোম রেকর্ডটা দারুন। ২০১৮ সালে হোমে সর্বশেষ টেস্ট সিরিজে ২-০তে জিতেছে বাংলাদেশ দল।
ওয়ানডে সিরিজে সর্বশেষ অ্যাওয়ে এবং হোম সিরিজে পূর্ন শক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ জিতেছে ২-১ এ। সর্বশেষ ৫টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি লড়াইয়ে ৫টিতেই জিতেছে বাংলাদেশ দল।এবার বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ দুর্বল দল নিয়ে। করোনার ভয়ে সেরাদের আপত্তিতে জোড়া তালি দেয়া দলটির বিপক্ষে বাংলাদেশ নিঃসন্দেহে ফেভারিট।
১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রত্যাবর্তন সিরিজে বাংলাদেশকে এগিয়ে রাখছেন সাকিব। এই সিরিজে বাংলাদেশ ভাল করতে না পারলে তা হবে হতাশজনক। দেশে ফিরে তা বলেছেন সাকিব-'যে দুটি দল দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, আমার কাছে মনে হয় আমরা যদি ভালো করতে না পারি, আমাদের জন্য হতাশাজনক হবে। সে জায়গা থেকে আমি আশাবাদী যে আমাদের ভালো করা উচিৎ। '
এই সিরিজ দিয়ে নিষেধাজ্ঞা থেকে মুক্ত সাকিব প্রত্যাবর্তন করবেন আন্তর্জাতিক ক্রিকেটে। ১৬ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাশিত প্রত্যাবর্তনটা সহজ হবে বলে জানিয়েছেন সাকিব-'অবশ্যই একটা প্রত্যাশা তো থাকেই। নিজের কাছে নিজের আছে, সবার আছে। সে হিসেবে চেষ্টা করব যেন আগের জায়গাতে থাকতে পারি। তবে সবই বোঝা যাবে যখন খেলাটা শুরু হবে। অবশ্যই সহজ হবে না আমার জন্য। তবে আমি নিজের জায়গা থেকে অবশ্যই চেষ্টা করব।'