দীর্ঘ বিরতির পর সর্বশেষ আন্তর্জাতিক সিরিজের দলে ছিলেন আল আমিন হোসেন। গত ৩ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে নিজের প্রত্যাবর্তন ম্যাচটি একদমই ভালো কাটেনি আল আমিনের। ১০ ওভারে ৮৫ রান খরচায় তিনি নিয়েছিলেন একটি উইকেট। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও খুব ভালো করতে পারেননি। জেমকন খুলনার হয়ে ৯ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন এই পেসার। সবমিলিয়ে নিজের পারফরম্যান্সে হতাশা ডানহাতি এই পেসারের।
টি-টোয়েন্টি কাপের পর এক সপ্তাহ বিশ্রাম কাটিয়ে অনুশীলনে ফিরেছেন অনেক ক্রিকেটার। শনিবার মিরপুরে রানিং সেশন শেষ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আল আমিন নিজের হতাশার কথা জানিয়েছেন, ‘আমি বলব ওভারঅল ভাল হয়নি, অবশ্যই আরও ভালো হওয়া উচিত ছিল।’এমন পারফরম্যান্সের পরও জাতীয় দলে খেলার স্বপ্না চোখেমুখে আল আমিনের, ‘'সবসময়ই ন্যাশনাল টিমে খেলার টার্গেট থাকে। সুযোগ পেলে এমন কিছু করতে চাই যাতে বাংলাদেশের জয়ে ভূমিকা থাকে। আমিও থাকব কিনা এটা আসলে টিম ম্যানেজমেন্ট বা সিলেক্টর যারা আছে বা কোচিং স্টাফ যারা আছে তারা ভালো বুঝবেন।'
জেমকন খুলনার জার্সিতে শিরোপা জেতার অনুভূতি নিয়ে এক সপ্তাহ মাঠের বাইরে ছিলেন আল আমিন। মাঠে ফিরে এখন প্রস্তুতি নিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ সফর সামনে রেখে। আগামী কয়েকদিনের মধ্যেই বোলিং অনুশীলন শুরু করবেন বলে জানালেন তিনি, ‘আমরা ফাইনাল খেলেছি ১৮ তারিখে, তারপরে ৮-৯ দিন যাবত কিছুই করা হয়না। সেই হিসাবেই মাঠে আসা, আস্তে আস্তে রানিং টা শুরু করেছি, কাল (রবিবার) থেকে জিম। আরো ৩-৪ দিন ফিটনেস নিয়ে কাজ করার পর বোলিং টা শুরু করব।'ওয়েস্ট ইন্ডিজ সফরে মাশরাফির দলে থাকলে দলের জন্য দারুন হবে বলে মনে করেন আল আমিন, ‘ওনার সাথে খেলেছি, সবকিছু মিলায়ে উনি খুব ভাল একজন লিডার। মাশরাফি ভাই অনেকদিন ইনজুরিতে থাকার পরও গত টুর্নামেন্টে ভালো খেলেছে। আমার কাছে মনে হয় উনি ভাল শেপে আছে, যদি টিমে সিলেক্ট হয়। তাহলে দলের জন্য ভাল হবে।'