My Sports App Download
500 MB Free on Subscription


ড্রেসিংরুম মিস করেন ইমরুল, আছেন সুযোগের অপেক্ষায়

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক ওয়ানডে খেলেছিলেন ইমরুল কায়েস। এরপর টিম কম্বিনেশনের কারণে আর দলেই জায়গা হয়নি। অবশেষে প্রায় তিন বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডের প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন ইমরুল। দীর্ঘ বিরতির পর আজই দীর্ঘসময় পরে জাতীয় দলের তাবুতে অনুশীলনের সুযোগ মিলেছে তার। রবিবার অনুশলীন শেষে ইমরুল জানিয়েছেন, ড্রেসিংরুম মিস করারর কথা। পাশাপাশি মূল স্কোয়াডে সুযোগের অপেক্ষায় আছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে নির্বাচকরা। সেই তালিকাতে আছেন ইমরুলও। প্রাথমিক তালিকাতে থাকা ইমরুল আছেন সুযোগের অপেক্ষাতে, ‘আমি কখনো ভাবিনা যে জাতীয় দল থেকে বাদ পড়ে গেছি। আমি মনে করি , আমি পাশেই আছি, হয়তো বা পারফর্ম করতে পারলে আবার ফিরে আসবো। আমার জন্য অনেক বড় সুযোগ, আবার নতুন করে শুরুর করার জন্য। আমি নিজেকে ওভাবে প্রস্তুত করছি। আমার যে ঘাটতিগুলো ছিল, এখন আমি এগুলো নিয়ে কাজ করতে পারবো। আমার জন্য অনেক বড় একটা সুযোগ আবারও জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার জন্য।’  

জাতীয় দলের ড্রেসিংরুম মিস করেন বলেই কঠোর পরিশ্রমে কখনোই পিছপা হন না ইমরুল, ‘সবসময়ই আমি ড্রেসিঙ্গরুমটা উপভোগ করি, অবশ্যই মিস করছি। এজন্যই ড্রেসিংরুমে যাওয়ার জন্য যে অনুশীলনটা দরকার, কঠোর পরিশ্রমটা দরকার সেটা করে যাই সবসময়।’২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটে ভালোই কাটাচ্ছিলেন তিনি। পেয়েছিলেন দুটি সেঞ্চুরিও। কিন্তু কম্বিনেশনের কারনেই বাদ পড়তে হয়েছিল ইমরুলকে। তারপরও ইমরুল মনে করেন কখনো কখনো বাদ পড়াটা ক্রিকেটারদের জন্য ইতিবাচক, ‘জাতিয় দলের বাইরে থাকলে যে জিনিসটা হয় অনেক আপসেট থাকতে হয়। জাতীয় দলের বাইরে থাকলে, জায়গাটাকে অনেক মিস করি। তারপরও আমি বলবো যে, কিছু কিছু সময় বাদ পড়াটা ক্রিকেটারদের জন্য ভালো। ওই সময়টা অনেক কিছু শেখা যায়, নিজের ভুলগুলো নিয়ে কাজ করা যায়। আবারো বলিছ, আমি কখনোই মনে করি না, আমি জাতীয় দল থেকে বাদ পড়ে গেছি।’জাতীয় দলের জার্সিতে ৭৮টি ওয়ানডে খেলেছেন ইমরুল। নির্বাচকদের ধন্যবাদ দিয়ে তিনি বলেছেন, ‘ধন্যবাদ জানাই (নির্বাচকদের) আমাকে আবারও প্রাথমিক দলে ডাক দিয়েছেন। এটা আমার জন্য অবশ্যই অনুপ্রেরণার।’