My Sports App Download
500 MB Free on Subscription


বিশেষ ব্যবস্থায় সাকিব-মোস্তাফিজকে দেশে ফেরাবে বাংলাদেশ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) গত কয়েক দিনে ‘নিশ্ছিদ্র’ জৈব সুরক্ষা বলয় ভেঙে ঢুকে পড়ে করোনাভাইরাস। আর তাতেই অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করতে বাধ্য হয় ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএল স্থগিত হয়ে যাওয়া আগে ভাগেই দেশে ফিরতে হচ্ছে সাকিব-মোস্তাফিজদের। দুই দেশের বর্ডার বন্ধ থাকায়, বিশেষ ব্যবস্থাতেই ফিরতে হবে সাকিব-মোস্তাফিজকে। এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

সাকিব বর্তমানে আছে আহমেদাবাদে। মোস্তাফিজ স্ত্রীসহ আছেন দিল্লিতে। পূর্বসূচি অনুযায়ী সাকিব-মোস্তাফিজের আগামী ১৮ মে ঢাকায় ফিরে রিপোর্ট করার কথা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অতি দ্রুত দুই ক্রিকেটারকে ফেরানোর ভাবনা বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার। এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘আমরা অতি দ্রুত সাকিব-মোস্তাফিজকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। যেহেতু সব কিছু বন্ধ, আমাদের বিশেষ ব্যবস্থার মাধ্যমে তাদের ফিরিয়ে আনতে হবে। সিভিল অ্যাভিয়েশন নতুন কিছু প্রটোকলের কথা বলেছে আমাদের। আশা করি অতি দ্রুত আমরা কিছু একটা সিদ্ধান্ত নিতে পারবো।’

সরকারি নির্দেশনা অনুযায়ী, অতি ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা ভারত থেকে কোনও যাত্রী বাংলাদেশে আসতে পারবেন না। আর আসলে তাদের বাধ্যতামূলত ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। এ ব্যাপারে সোমবার প্রধান নির্বাহী বলেছিলেন, ‘তাদের কি নির্দেশনা অনুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হবে নাকি তিন দিনের কোয়ারেন্টিনেই চলবে? এ ব্যাপারে আমরা সরকারের নির্দেশনা জানতে চেয়েছি। যেহেতু আইপিএলে সাকিব-মোস্তাফিজ এবং জাতীয় দলের খেলোয়াড়রা (শ্রীলঙ্কায়) জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই আছেন, তাদের ক্ষেত্রেও ১৪ দিনের নিয়ম প্রযোজ্য কিনা, আমরা তা জানতে চেয়েছি। সরকার যেভাবে বলবে সেভাবেই আমরা অগ্রসর হবো।’তবে আইপিএলের জৈব সুরক্ষা বলয় ভেঙ্গে যাওয়ার পর সাকিব-মোস্তাফিজের কোয়ারেন্টিনের ব্যাপারে নিশ্চিত ভাবেই কঠোর হবে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রাণালয়। এ ব্যাপারে বিসিবি তাকিয়ে আছে এই মন্ত্রণালয়ের দিকেই!