সময়ের হিসেবে ৪০৮ দিন পেরিয়ে গেছে। গত বছরের ১২ অক্টোবর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সবশেষ খেলেছিলেন সাকিব আল হাসান। দীর্ঘ সময় পেরিয়ে ব্যাট-বলের লড়াইয়ে ফিরছেন সাকিব। সন্ধ্যায় তামিমের ফরচুন বরিশালের বিপক্ষে জেমকন খুলনার জার্সিতে মাঠে নামবেন সাকিব।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে। সাকিব-মাহমুদউল্লাহ-ইমরুল-শফিউল-আল আমিনদের নিয়ে শক্তিশালী দল খুলনার। এই দলের বিপক্ষে অনেকটাই অনভিজ্ঞ তামিমের বরিশাল। অবশ্য ম্যাচকে ছাপিয়ে উদ্বোধনী দিনের সব আলো থাকবে সাকিবকে ঘিরে।
কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় তারকার নাম সাকিব। বিভিন্ন দেশে টি-টোয়েন্টি ক্রিকেট খেলে বেড়ানো সাকিব এই ফরম্যাটে দারুন দক্ষ হয় উঠেছেন। ৩০৮ ম্যাচে ৪ হাজার ৯৭০ রান করা ছাড়াও বল হাতে নিয়েছেন ৩৫৪ উইকেট। মঙ্গলবার সাকিবের সামনে হাতছানি ৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করার।
এদিকে সন্ধ্যায় শক্তিশালী দল নিয়ে মাঠের লড়াইয়ে নামলেও মাঠের পারফরম্যান্সের দিকে মাহমুদউল্লাহ, ‘কাগজে-কলমে হয়তো আমাদের দলকে অনেক শক্তিশালী মনে হচ্ছে। তবে আমি সবসময়ই একটা কথা বিশ্বাস করি, মাঠের পারফরম্যান্সটা সবসময়ই মুখ্য। দলে যত বড় নামই থাকুক, দিনশেষে আপনাকে মাঠে সেটা প্রমাণ করতে হবে। সেক্ষেত্রে বলবো, মাঠে আমাদের প্রমাণের অনেক কিছু আছে।’
অন্যদিকে কিছুটা অনভিজ্ঞ দল নিয়ে ভালো করার প্রত্যায় তামিমের কণ্ঠে, ‘ আমি নিশ্চিত দলে যে প্লেয়ারগুলো আছে, তারা সবাই সামর্থ্যবান। আমার বিশ্বাস, তারা ভালো করবে। এটাই আশা করবো যে আমরা কালকের (মঙ্গলবার) ম্যাচটা ভালোভাবে শুরু করবো। কারণ, এক থেকে এগারো সবাই-ই ম্যাচ জেতাতে সক্ষম। একটাই ব্যাপার যে তারা তরুণ। আমি নিশ্চিত তারা ভালো করবে।’
জেমকন খুলনা: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন হোসেন, এনামুল হক, শামীম হোসেন, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, নাজমুল ইসলাম, জাকির হাসান, সালমান হোসেন, জহুরুল ইসলাম।ফরচুন বরিশাল: তামিম ইকবাল, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহী, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম, সোহরাওয়ার্দী শুভ।