My Sports App Download
500 MB Free on Subscription


প্রস্তুতি আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন মোস্তাফিজ

১২দিনের কোয়ারেন্টিন শেষে মঙ্গলবার মুক্তি মিলেছে মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের। বৃষ্টি বাঁধায় মঙ্গলবার অনুশীলন করতে না পারলে আজ (বুধবার) অনুশীলন শুরু করেছেন মোস্তাফিজ-সাকিব। মাঠের লড়াই শুরু হওয়ার আগে দুই দিন অনুশীলন করার সুযোগ মিলবে তাদের। এই সময়টাতে কি প্রস্তুতি যথাযথ ভাবে নেওয়া সম্ভব হবে। এমন প্রশ্নে নিজের প্রস্তুতি আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন বাঁহাতি এই স্পিনার। 

প্রশ্ন: শ্রীলঙ্কার নতুন চেহারার দল। আপনাদের জন্য চ্যালেঞ্জ?

মোস্তাফিজ: আন্তর্জাতিক ক্রিকেট যারা খেলছে, কেউ ছোটখাটো নয়। আমার মনে হয়, আমরা দুই দল সমান।

প্রশ্ন: আইপিএলে আপনার পারফরম্যান্স ভালো ছিল, এই সিরিজে ভালো করতে কতটা আত্মবিশ্বাসী?

মোস্তাফিজ: আইপিএল থাকাকালীন আইপিএল আর আমাদের দেশে রুম কোয়ারেন্টিন মিলিয়ে ২৫ দিন ছিলাম। কালকে তো আমরা অনুশীলন করতে পারিনি (বৃষ্টির কারণে), আজকে করলাম, আরও দুই দিন সময় পাব। আল্লাহর ওপরে ছেড়ে দিলাম… দেখি চেষ্টা করে, কী হয়।

প্রশ্ন: প্রস্তুতির ঘাটতি অনেক?

মোস্তাফিজ: অনেক….

 প্রশ্ন: আজকের অনুশীলনে কোচের বার্তা কী ছিলো?

মোস্তাফিজ: আমি তাড়াতাড়ি যেন ম্যাচের ফিটনেসে আসতে পারি, এটাই বলেছেন।

প্রশ্ন: কোয়ারেন্টিন শেষে আপনার প্রথম দিনের বোলিং কেমন মনে হলো?

মোস্তাফিজ: একটানা ১৪ দিন আর ওদিকে ৫ দিন (ভারতে), ১৯ দিন যদি কিছু না করি, শুধু রুমের ভেতর টুকটাক যে কাজগুলো করা যায়, ওগুলো করেই যদি প্রথম দিনেই অনেক কিছু ভাবি, তাহলে তো হওয়ার কথা নয়। আমি চেষ্টা করছি যেন আস্তে আস্তে রিদমে ফিরতে পারি।

প্রশ্ন: ভারতে বাবলে থাকা, এখানেও টানা বাবলে থাকা কতটা ক্লান্তিকর?

মোস্তাফিজ: গত দুই বছরে শুধু আমার জন্য নয়, সব খেলোয়াড়ের জন্যই কষ্টকর বায়ো-বাবল।

প্রশ্ন: বৃহস্পতিবারের প্রস্তুতি ম্যাচ নিয়ে কোচের বার্তা?

মোস্তাফিজ: এখন মাত্র অনুশীলন শেষ হলো, আজকে মাত্র এসেছি, শেষ হলো, এখনও ড্রেসিং রুমে বেশি সময় বসতে পারিনি। এখনও কোচ কোন পরিকল্পনার কথা বলেনি।

প্রশ্ন: আইপিএলে ব্যাক অব দা হ্যান্ড স্লোয়ার, ইয়র্ক, স্লোয়ার ইয়র্ক এসব এই সিরিজে কতটা দেখা যাবে?

মোস্তাফিজ: এই প্রশ্নের ভাই একটু আগে উত্তর দিলাম। বাদবাকি আল্লাহর ওপর ছেড়ে দিলাম।

  •