করোনা জয় করে একদিন অপেক্ষা করেননি মাহমুদউল্লাহ। আগেরদিন করোনা নেগেটিভ হয়ে পরদিন সকালেই ছুটে আসেন মিরপুরের সবুজ গালিচায়। ৮ নভেম্বর করোনা টেস্টে করিয়ে, ফল দেখে নিজেই অবাক হয়ে যান তিনি। পজিটিভ হওয়ায় পিএসএলে আর খেলতে যেতে পারেননি। একই কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল! অবশেষে সব সংশয় দূর করে এই মুহুর্তে ফেরার লড়াই শুরু করে দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে এবং জেমকন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলবেন মাহমুদউল্লাহ। সতীর্থ হিসেব সাকিব আল হাসানকে পেয়েছেন তিনি। প্লেয়ার্স ড্রাফট থেকে 'এ' ক্যাটাগরিতে থাকা এই দুই ক্রিকেটারকে দলে ভিড়িয়েছিল খুলনা। খুলনার ফ্র্যাঞ্চাইজি অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহকেই নির্বাচন করেছেন।বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন ঘাম ঝড়িয়েছেন মাহমুদউল্লাহ। একা এক অনুশীলন করতে হয়নি খুলনার অধিনায়ককে। সতীর্থ সাকিবকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপকে সামনে রেখে নিজেকে ঝালাই করে নিচ্ছেন তিনি। সকাল দশটায় মিরপুরে এসে সোজা চলে যান মিরপুরের একাডেমিতে। সেখানে ঘন্টা খানেক ব্যাটিং অনুশীলন করেছেন মাহমুদউল্লাহ।
কুড়ি ওভারের প্রতিযোগিতাটির পাঁচ দলের মধ্যে সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল খুলনা। মাহমুদউল্লাহ ছাড়াও দলে আছেন সাকিব আল হাসান। তাদের সঙ্গে ইমরুল কায়েস, আল আমিন হোসেন, এনামুল হক, শফিউল ইসলাম, হাসান মাহমুদ, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, শামীম হোসেন, নাজমুল ইসলাম ও জহুরুল ইসলামদের নিতে সবচেয়ে বেশি খরচ করতে হয়েছে খুলনাকে। তাইতো শিরোপা জয়ের স্বপ্ন মাহমুদউল্লাহর চোখে, ‘আমাদের দলটি দারুণ ভারসাম্যপূর্ণ। সামগ্রিকভাবে আমি যে দলটি পেয়েছি, তাতে করে আমি দারুণ খুশি। আশা করি, আমরা ভালো ফল করতে সক্ষম হবো। আমি অধীর আগ্রহ নিয়ে খুলনার হয়ে যোগ দিতে অপেক্ষা করছি। আমি মনে করি, চ্যাম্পিয়শনশিপ লড়াইয়ে দল হিসেবে খুলনার দারুণ সুযোগ রয়েছে।’
এদিকে গত কয়েকদিন ধরে স্কিল অনুশীলন শুরু করা সাকিব তার শৈশবের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে কাজ করেছেন। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং নিয়েও কাজ করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। পুরোদমে ব্যাটিং অনুশীলন করলেও বোলিংটা ধীরে ধীরে করছেন তিনি।টুর্নামেন্টকে ঘিরে আগামী ১৯ ও ২০ নভেম্বর ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হবে। ২১ নভেম্বর থেকেই জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাবেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে সুযোগ পাওয়া ক্রিকেটাররা। উদ্বোধণী দিনের দ্বিতীয় ম্যাচে মাহমুদউল্লাহর খুলনা মুখোমুখি হবে তামিমের বরিশালের বিপক্ষে।