My Sports App Download
500 MB Free on Subscription


খুব দ্রুতই শ্রীলঙ্কা সফরের সূচী চূড়ান্ত হবে : প্রধান নির্বাহী

গত বছর জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু করোনাভাইরাসের বিপর্যয়ের কথা চিন্তা করে স্থগিত করা হয় বাংলাদেশের শ্রীলঙ্কার।

এরপর দুই পক্ষের আলোচনায় সেপ্টেম্বরে সিরিজ শুরুর পরিকল্পনা হলেও কোয়ারেন্টিন ইস্যুতে বাংলাদেশ সফর করতে অস্বীকৃতি জানায়। সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিলে সফর করবে বাংলাদেশ দল। যদিও এখনো সিরিজের সূচী চূড়ান্ত হয়নি। এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘শ্রীলঙ্কার সফর নিয়ে কিছু অগ্রগতি হয়েছে। চূড়ান্ত শিডিউল আমাদের পাঠিয়েছে। আমাদের টিম ম্যানেজমেন্ট কিছু বিষয়ের অপেক্ষায় আছে। সেটা হলে আশা করছি দুই একদিনের মধ্যে সূচি প্রকাশ করে দিব।’

গত সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সরকারের সাফ কথা ছিল, দ্বীপরাষ্ট্রে অবতরণের পরপরই হোটেলেবন্দী থাকতে হবে ক্রিকেটারদের। ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। এ সময়ে তিনবার করোনা টেস্ট হবে। তিনবার করোনা টেস্টের ফল নেগেটিভ হলেই মাঠে নামার অনুমতি পাবেন ক্রিকেটাররা। কিন্তু শ্রীলঙ্কার বেঁধে দেওয়া শর্তে সফর করবে না লঙ্কান বোর্ডকে চিঠি দিয়ে জানিয়ে দেয় বাংলাদেশ। নতুন করে সফরটি শুরু হওয়ার আগে ফের কোয়ারেন্টিন ইস্যু সামনে এসেছে।

প্রধান নির্বাহী জানিয়েছেন, ‘ইতোমধ্যে আপনারা জানেন ইংল্যান্ড শ্রীলঙ্কা সফর করে এসেছে। আমাদের ক্ষেত্রেও একই প্রটোকল থাকবে। বলা হচ্ছে প্রথম তিনদিন রুম কোয়ারেন্টাইন করতে হবে। এরপর করোনা নেগেটিভ সাপেক্ষে অনুশীলন ও অন্যান্য কার্যক্রমে ফিরে যেতে পারবে। আগের কড়াকড়ি রেস্ট্রিকশন এখন শ্রীলঙ্কা থেকে তুলে দেওয়া হয়েছে।’