ফুটবল কিংবদিন্ত দিয়াগো ম্যারাডোনা বুধবার নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তীর মৃত্যুতে শোকাহত সারাবিশ্ব। সাকিব-মাশরাফি থেকে শুরু করে বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারই ফুটবল জাদুঘরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
সাকিব আর্জেন্টিনার পাড় ভক্ত। ম্যারাডোনার মৃত্যুতে ব্যাথিত সাকিব নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘এমন কয়েকজন খেলোয়াড় থাকে যাদের জনপ্রিয়তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যায়। যারা সব প্রজন্মের কাছে কিংবদন্তী হয়ে উঠেন। দিয়েগো আরমান্ডো ম্যারাডোনা এমনি একজন খেলোয়াড় ছিলেন। খেলার মাঠে তার অবিশ্বাস্য প্রতিভা আর ফুটবলের প্রতি ভালোবাসার কথা না বল্লেই না। খেলার মাঠে তিনি সবসময়ই পরিচয় দিয়েছেন বুদ্ধিমত্তার। তাঁর মত কিংবদন্তী খেলোয়াড় ছিলো বলেই, ফুটবল আমাদের এত আনন্দ দেয়। বিদায়, দিয়েগো!’
সাবেক ওপেনার নাফিস ইকবাল খান আত্মার শান্তি কামনা করে লিখেছেন, ‘তোমাকে সব সময় সবখানেই মিস করবো লিজেন্ড।’পেস বোলার তাসকিন আহমেদ নিজের ফ্যানপেজে লিখেছেন, ‘বিদায় হে কিংবদন্তি ম্যারাডোনা। মোহাম্মদ আশরাফুল লিখেছেন, ‘বিদায় কিংবদন্তি, বিদায় ম্যারাডোনা।’অলরাউন্ডার আল আমিন জুনিয়র একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘নিলেন ছুটি চুপি সাড়ে, বন্ধু হলো খেলা…। ১০ নম্বর জার্সি ছিল সবার ছেলেবেলা।’ ভালো থাকবেন লিজেন্ড।’রুবেল হোসেন লিখেছেন চিরবিদায় ফুটবলের জাদুকর। আর্জেন্টাইন ফুটবলের রাজপুত্র।
যুব বিশ্বকাপ জয়ী দলের ওপেনার তানজিদ হাসান তামিমও শোকে কাতর। নিজের ফেসবুকে পোস্টে তিনি লিখেছেন, ‘রঙিন এই দুনিয়ার রং এভাবেই মুছে যাবে আমার আপনার সবার। তোমার শেষকৃত্যের পর কয়জন তোমাকে মনে রাখবে হে মেরেডোনা ?। তবে ফুটবলপ্রেমীদের মনে তুমি আজীবন অমর হয়ে থাকবে।’এছাড়া মেহেদী হাসান, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন , লিটন দাস, নাঈম হাসান, মোস্তাফিজুর রহমানসহ অনেকেই ফেসবুক পোস্টের মাধ্যমে ম্যারাডোনার আত্মার শান্তি কামনা করেছেন।