My Sports App Download
500 MB Free on Subscription


সাদাম্পটনের মাঠে ২৫০ রানই যথেষ্ট মনে করছে কোহলীরা

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমে ব্যাট করছে ভারত। বিক্রম রাঠৌর মনে করেন প্রথম ইনিংসে ২৫০ রানই যথেষ্ট লড়াইয়ের জন্য। ইতিমধ্যেই ৩ উইকেট হারিয়ে ১৪৬ রান করে ফেলেছে ভারত। আরও ১০০ রান দলের কাছ থেকে চাইছেন ব্যাটিং প্রশিক্ষক রাঠৌর।

বৃষ্টির জন্য প্রথম দিন খেলাই হয়নি। শনিবার খেলা হলেও কম আলোর জন্য ৯০ ওভার খেলানো সম্ভব হয়নি। ৬৪.৪ ওভারে ১৪৬ রান তোলেন কোহলীরা। দিনের শেষে সাংবাদিক বৈঠকে এসে রাঠৌর বলেন, “যত বেশি রান হয় তত ভাল। তবে আমার মনে হয় এই পরিস্থিতিতে ২৫০-র ওপরে রান হলেই লড়াই করা সম্ভব।” মেঘলা দিনে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন কেন উইলিয়ামসন। কিউই পেসারদের সুইং ভারতীয় ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করতে পারে বলে মনে করা হয়েছিল। তা হতে দেননি কোহলীরা।

ভারতের দুই ওপেনার শুরুটা ভালই করেছিলেন। রোহিত শর্মা ৬৮ বলে ৩৪ রান করেন। শুভমন গিল ৬৪ বলে করেন ২৮ রান। রাঠৌর তাঁদের ব্যাটিং নিয়ে খুশি। তিনি বলেন, “ব্যাটিংয়ের মূল মন্ত্র রান করা। রোহিত এবং শুভমন যখনই সুযোগ পেয়েছে রান করেছে।” ভারতের দুই ওপেনার ৯টি চার মারেন।

  •