My Sports App Download
500 MB Free on Subscription


প্রথম প্রস্তুতি ম্যাচে মাহমুদউল্লাহর দলের জয়

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ওয়ানডের প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা দুই ভাগে ভাগ হয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। যার প্রথমটি শেষ হয়েছে আজ বৃহস্পতিবার। বিকেএসপির ৪০ ওভারের ম্যাচটিতে ৫ উইকেটে জয়ের দেখা পেয়েছে মাহমুদউল্লাহর নেতৃত্বে খেলা সাকিব-মুশফিকরা। সাকিবের দল ম্যাচ জিতলে, সাকিব ব্যাট ও বল হাতে হয়েছেন ব্যর্থ।

প্রথমে ব্যাট করে তামিমের দল ৩৭.২ ওভারে অলআউট হয় ১৬১ রানে। জবাবে ১৯ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মাহমুদউল্লাহর দল। ১৬২ রানের জবাবে খেলতে নেমে মাহমুদউল্লাহর অপরাজিত ৫১ রানের ইনিংসের উপর ভর করে জয়ের দ্রাড়প্রান্তে পৌঁছে তারা। ৬৪ বলে ৪ চারে মাহমুদউল্লাহ নিজের ইনিংসটি সাজিয়েছেন। এছাড়া ওপেনার নাঈম শেখের ব্যাট থেকে আসে ৪৩ রানের ইনিংস।

বল হাতে ব্যর্থ হওয়া সাকিব ওয়ান ডাউনে ব্যাটিং করতে নেমেও হয়েছেন ব্যর্থ। ২৩ বলে ৯ রান করে রান আউটের শিকার হয়েছেন নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় থাকা সাকিব। উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিক খেলেচন ২৮ রানের ইনিংস।
তামিমের দলের বোলারদের মধ্যে কেউই মাহমুদউল্লাহর দলের ব্যাটসম্যানদের চাপে ফেলতে পারেনি। সাইফউদ্দিন, মোস্তাফিজ, নাসুম ও মেহেদী হাসান একটি করে উইকেট নিয়েছেন।

এদিকে আগে ব্যাটিং করতে নেমে তামিমের দলটি লিটন-সৌম্য-মিঠুন-নাজমুল-সাইফউদ্দিনদের নিয়ে গড়া দলটির ব্যাটিং অর্ডার মুখ থুবড়ে পড়ে। তরুণ পেসার হাসান মাহমুদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি অভিজ্ঞ ব্যাটিং লাইনআপ। তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেছেন। এছাড়া অধিনায়ক তামিমের ব্যাট থেকে আসে ২৮ রান। সৌম্য ২৪, নাজমুল ২৭ ও লিটনের ব্যাট থেকে আসে ২ রান।

মাহমুদউল্লাহর দলের হয়ে পেসার হাসান মাহমুদ ২১ রানে ৪ উইকেট পেয়ে ওয়ানডের চূড়ান্ত স্কোয়াডে থাকার দাবি জোরালো করেছেন। এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে সাকিব বোলিংয়ে সুবিধা করতে পারেননি। ৬ ওভারে ৩১ রান দিয়েও ছিলেন উইকেটশূন্য। এছাড়া শরিফুল ইসলাম ও আল আমিন হোসেন ২টি করে উইকেট নিয়েছেন।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি হবে ১৬ জানুয়ারি। জৈব সুরক্ষা বলয়ে থাকা নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার ম্যাচগুলো মাঠে থেকে দেখবেন। দুই ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতে ওয়ানডে সিরিজের চূড়ান্ত দল ঠিক করবেন তারা।

সংক্ষিপ্ত স্কোর:

তামিম একাদশ: ৩৭.২ ওভারে ১৬১ (আফিফ ৩৫, তামিম ২৮, নাজমুল ২৭, সৌম্য ২৪, মিঠুন ১৬, মোস্তাফিজ ৯, সাইফউদ্দিন ৭, লিটন ২, নাসুম ২, মোসাদ্দেক ১, রুবেল ০; হাসান মাহমুদ ৪/২১, শরিফুল ২/২৭, আল আমিন ২/৩২, সাকিব ০/৩১, তাইজুল ০/২৭)।
মাহমুদউল্লাহ একাদশ : ৩৬.৫ ওভারে ১৬২/৫ (মাহমুদউল্লাহ ৫১, নাঈম ৪৩, মোস্তাফিজুর ২৮, মিরাজ ১৩, সাকিব ৯, ইয়াসির ৩, মোসাদ্দেক ৩; মিরাজ ১/১৬, সাইফউদ্দিন ১/২৯, নাসুম ১/২৯, মোস্তাফিজ ১/৩৮, রুবেল ০/৩৫, সৌম্য ০/৮)
ফল : মাহমুদউল্লাহর দল ৫ উইকেটে জয়ী।

  •