ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে ১০ জানুয়ারি বায়ো-সুরক্ষা পরিবেশে ঢুকবে ২৪ সদস্যের বাংলাদেশ ক্রিকেট দল। এ সিরিজের মধ্য দিয়ে নিষেধাজ্ঞা শেষে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামবেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। দেশে ফেরার চার দিনের মাথায় অনুশীলনে নেমে পড়লেন দেশসেরা ক্রিকেটার। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
সকালে অনুশীলনে এসে ব্যাটিংয়ে নেমে পড়েছেন সাকিব। নিষেধাজ্ঞা থেকে ফেরার পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হবে তার। যদিও এর আগেই ঘরোয়া ক্রিকেটে দিয়ে মাঠে ফিরেছেন সাকিব। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে নয় ম্যাচে ব্যাট হাতে করেছেন ১১০ রান আর বল হাতে নিয়েছেন ছয় উইকেট।
আগামী ২০ জানুয়ারি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। মূল সিরিজকে সামনে রেখে আগামী ১০ জানুয়ারি শুরু হবে দলীয় অনুশীলন।