শক্তিশালী দল গড়েও ঠিক মনের মতো পারফরম্যান্স হচ্ছিল না জেমকন খুলনার। কিন্তু শুক্রবার আগের চার ম্যাচের পারফরম্যান্সে ভুলিয়ে দিতে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে দূর্দান্ত খুলনাকে দেখা গেলো। তাইতো ফরচুন বরিশালকে ৪৮ রানে হারিয়ে এই জয়কে সবদিক দিয়েই অসাধারণ বললেন খুলনার অধিনায়ক।
শুক্রবার ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমি মনে করে সবদিক দিয়েই এটি একটি অসাধারণ জয় ছিল। ব্যাটসম্যান এবং বোলাররা উভয়ই অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়েছে। পুরো পারফরম্যান্সে দলীয় সমন্বয় খুব ভালো ছিল। এটা দেখে খুবই সন্তুষ্ট আমি।’
টুর্নামেন্টে প্রথম সুযোগ পেয়েই সেটি কাজে লাগিয়েছেন জাকির হাসান। শুক্রবার বরিশালের বিপক্ষে নিয়মিত ওপেনার এনামুলকে বিশ্রাম দিয়ে তরুণ এই উইকেট কিপার ব্যাটসম্যানকে সুযোগ দেয় টিম ম্যানেজমেন্ট। ম্যাচ সেরার পুরষ্কার জেতা এই ক্রিকেটার খেলেছেন ৪২ বলে ৬৩ রানের ইনিংস। জাকিরের এমন পারফরম্যান্সে দারুন খুশি মাহমুদউল্লাহ, ‘আমাদের পরিকল্পনা ছিল প্রথম দুই ওভার দেখে খেলা। শেষ কয়েকদিন ধরে সে (জাকির) নেটে খুব ভালো ব্যাটিং করছিল। তো আমি চিন্তা করলাম এনামুলকে একটি বিশ্রাম দেই। যাতে সে আবারও পুরনো ফর্মে ফিরে আসতে পারে। জাকির সেই সুযোগটাই নিয়েছে এবং দুর্দান্ত একটি ইনিংস খেলেছে এই ধরণের পরিবেশে। ’
দ্বিতীয় উইকেটে ইমরুল কায়েসকে সঙ্গে নিয়ে জাকির ৯০ রানের জুটি গড়েন। ইমরুল ৩৪ বলে ২ চার ও ১ ছক্কায় করেছেন ৩৭ রান। এই জুটিটাই শেষে আক্রমণাত্মক খেলতে সুবিধা করেছে বলে মনে করেন খুলনার অধিনায়ক, ‘আমি মনে করি ইমরুলের অভিজ্ঞতা আমাদের বাড়তি পাওয়া। এই (ইমরুল-জাকির) পার্টনারশিপে সে খুব ভালো স্ট্রাইক রোটেট করে খেলেছে। তাই জাকির হাত খুলে খেলতে পেরেছে। আমাদের জন্য এটা খুব ভালো একটা পার্টনারশিপ ছিল। যে জন্য আমরা শেষ দিকে উইকেট হাতে রেখে বড় শটস খেলার সুবিধাটা নিতে পেরেছি।’