My Sports App Download
500 MB Free on Subscription


প্রথম পরীক্ষায় ৭ ক্রিকেটার পজেটিভ

দীর্ঘ বিরতির পর আগামী ৩১ মে থেকে প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। ৫০ ওভারের পরিবর্তে লিগটি হবে কুড়ি ওভারে। প্রতিযোগিতায় অংশ নিতে ক্লাবগুলো প্রথম দফায় ক্রিকেটারদের করোনা পরীক্ষা করিয়েছে। প্রথম রিপোর্ট সাত ক্রিকেটার ও দুইজন ক্লাব অফিসিয়ালদের করোনা পজেটিভ হয়েছে। বিসিবির মেডিকেল বিভাগ সুত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বুধবার বিভিন্ন ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তাসহ ২৬৯ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সাত ক্রিকেটারসহ নয় জনের করোনা পজেটিভ হয়েছে। যদিও তাদের কারোই করোনা কোন উপসর্গ নেই। বিসিবির মেডিকেল বিভাগ থেকে জানা গেছে, ‘প্রথম দফার পর শুক্রবার দ্বিতীয় দফায় পরীক্ষা করা হবে। প্রথম দফার পরীক্ষায় করনো আক্রান্ত হলেও তাদের মাঝে কোন উপসর্গ নেই। শুক্রবার দ্বিতীয় পরীক্ষার পরই ক্রিকেটারদের আসল অবস্থান জানা যাবে। এই মুহুর্তে বিসিবি আক্রান্ত ক্রিকেটারদের নিয়ে শংকিত নন।

ঢাকা লিগে বেশিরভাগ দলই তাদের ক্লাবেই ক্রিকেটারদের থাকার ব্যবস্থা করে। তবে এবার আর সেটি হচ্ছে না। রাজধানীর চারটি পাঁচতারকা হোটেলে ১২ ক্লাবের ক্রিকেটারদের রাখা হবে। এ ব্যাপরে বুধবার বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেছেন, ‘আগেই বলেছি, আন্তর্জাতিক সিরিজের সময় যেভাবে সুরক্ষা বলয় তৈরি করা হয়, সেভাবেই আমরা করবো। ১২টি ক্লাবের ক্রিকেটাররা রাজধানীর চারটি হোটেলে থাকবে। ওখানাকার সাপোর্ট স্টাফদেরও আমরা সুরক্ষা বলয়ে নিয়ে আসবো।’

প্রিমিয়ার লিগে সুপার লিগের দলগুলোকে নিয়ে এর আগে টি-টোয়েন্টি ফরম্যাটে একটি টুর্নামেন্ট হয়েছিল। তবে এবারের লিগটি সম্পূর্ণ নতুন। কেননা ১২ ক্লাব নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে সুপার লিগের পাশাপাশি রেলিগেশনও থাকবে। কুড়ি ওভারের ম্যাচগুলো দুটি ভেন্যু মিরপুর ও বিকেএসপিতে অনুষ্ঠিত হওয়ার কথা। যদিও সূচি ও ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।