My Sports App Download
500 MB Free on Subscription


ওয়েস্ট ইন্ডিজের সামনে বিশাল লক্ষ্য

চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৭১ রানে এগিয়ে থাকা মুমিনুল হকের দল ৮ উইকেটে ২২৩ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে।

চারশ ছুঁইছুঁই লক্ষ্য তাড়া করতে হলে ক্যারিবিয়ানদের গড়তে হবে ইতিহাস। কেননা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩১৭ রানের বেশি লক্ষ্য তাড়া করে জয়ের রেকর্ড নেই। ২০০৯ সালে নিউজিল্যান্ড ৩১৭ রানে তাড়া করেছিল ৭ উইকেট হারিয়ে।দ্বিতীয় ইনিংসে অসাধারণ এক সেঞ্চুরি করেছেন মুমিনুল। বাংলাদেশ অধিনায়কের এটি দশম টেস্ট সেঞ্চুরি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সপ্তম শতক।

সেঞ্চুরির প্রতিযোগিতায় মুমিনুল ছাড়িয়ে গেছেন তামিম ইকবালকে (৯টি)। টাইগার ওপেনারের চেয়ে ২০ টেস্ট কম খেলেও এ মিডলঅর্ডার ব্যাটসম্যান সেঞ্চুরির চূড়ায় উঠে গেলেন। বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ (৭টি) সেঞ্চুরি মুশফিকর রহিমের।ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মুমিনুলের ১১৫ ও লিটন দাসের ৬৯ রানের ওপর ভর করে দ্বিতীয় ইনিংসে দুইশ পেরোয় বাংলাদেশ। পঞ্চম উইকেট জুটিতে তারা যোগ করেন ১৩৩ রান।

৩ উইকেটে ৪৭ রানে তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। ৩১ রান নিয়ে সকালে ব্যাটিংয়ে নামা মুমিনুল লাঞ্চ বিরতির পর তিন অঙ্কে পৌঁছান ১৭৩ বল খেলে। তার ইনিংসে চারের মার ৯টি।রাকিম কর্নওয়াল ও জোমেল ওয়ারিকেন নিয়েছেন তিনটি করে উইকেট। দুটি উইকেট নিয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল।