My Sports App Download
500 MB Free on Subscription


দুইয়ে থেকেই টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ফিরলেন সাকিব

আবারও র্যাংকিংয়ে ফিরলেন সাকিব আল হাসান, সেই আগের জায়গাতেই। তার উপরে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি।

আগের মতোই শীর্ষস্থানে থেকে ওয়ানডের অলরাউন্ডার র্যাংকিংয়ে ফিরেছিলেন তিনি। এবার টি-টোয়েন্টিতেও পুরোনো স্থান ফিরে পেলেন বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার।পাকিস্তান ও জিম্বাবুয়ের টি-টোয়েন্টি সিরিজ শেষে বুধবার আইসিসি হালনাগাদ করেছে র্যাংকিং। তাতে সাকিব ফিরে পেয়েছেন জায়গা।

২৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তিনি। নবি ২৯৪ পয়েন্ট নিয়ে সবার সেরা। সাকিবের অনুপস্থিতিতে দুইয়ে থাকা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ২২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছেন।বোলার র্যাংকিংয়ে সাকিব আছেন ২০তম স্থানে। বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই সেরা। তার পরে ৩১ নম্বরে আছেন মোস্তাফিজুর রহমান। ৭৩৬ পয়েন্ট নিয়ে বোলারদের মধ্যে শীর্ষেই আছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান।কুড়ি ওভারের ফরম্যাটে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে সাকিব আছেন সেরা পঞ্চাশে, ৪৯তম। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সেরা র্যাংকিং লিটন দাসের, ২১তম। এই তালিকায় সবার সেরা দাভিদ মালান। ইংল্যান্ডের এই ব্যাটসম্যানের পয়েন্ট ৮৭৭

  •