My Sports App Download
500 MB Free on Subscription


৩৬ রানেই শেষ ভারতের ইনিংস

অ্যাডিলেড টেস্টে মাত্র ৩৬ রানে শেষ হয়েছে ভারতের দ্বিতীয় ইনিংস। যা কি-না তাঁদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড। এর আগের রেকর্ডটি ছিল ৪২ রানের। অস্ট্রেলিয়ার হয়ে ৫ উইকেট নিয়েছেন জস হ্যাজেলউড আর ৪ উইকেট নিয়েছেন প্যাট কামিন্স । জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন মাত্র ৯০ রান।

এর আগে ১৯৭৪ সালে ইংল্যােন্ডের বিপক্ষে মাত্র ৪২ রানে অলআউট হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। যা প্রায় দীর্ঘ ৪৬ বছর ধরে নিজেদের সর্বনিম্ন দলীয় রানে অলআউট হওয়ার রেকর্ড ছিল। তবে অস্ট্রেলিয়ার সঙ্গে এর আগে নিজেদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ছিল ৬৭ রান। যা হয়েছিল ১৯৪৮ সালে ঘটেছিল। ছাড়া একবার ৫৮ রান এবং একবার ৬৬ রানেও অলআউট হয়েছিল তারা।

দ্বিতীয় দিনে ৯ রানে এক উইকেট নিয়ে দিনশেষ করেছিল বিরাট কোহলির দল। তবে তৃতীয় দিনে এসে যেন কামিন্স-হ্যাজেলউডের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ভারতীয় ব্যাটসম্যানরা। ‍তৃতীয় দিনের শুরুতে মাত্র ১০ রান তুলতেই ৫ উইকেট হারায় তারা।

যার শুরুটা হয়েছিল জসপ্রিত বুমরাহকে দিয়ে। এরপর একে একে ফিরে গেছেন মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে এবং কোহলি। তাদের কেউই দুই অঙ্কের কোটা পূরণ করতে পারেননি। এদিন অবশ্য ভারতীয় ব্যাটসম্যানদের মাঝে তৃতীয় দ্রুততম ১০০০ রানের মাইলফলক স্পর্শ করেন আগারওয়াল।

মাত্র ১৯ রানে ৬ উইকেটের হারানোর পরও কেউ প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। হানুমা বিহারি, রবিচন্দ্রন অশ্বিন, ঋদ্ধিমান সাহারাও ছিলেন আসা যাওয়ার মিছিলে। শেষ দিকে মোহাম্মদ শামি রিটায়ার্ড হার্ট হয়ে ফিরলে লজ্জার নতুন রেকর্ডে পড়ে ভারতীয় দল। শেষ পর্যন্ত ৩৬ রানে থামতে হয় তাদেরকে।

এর আগে প্রথম ইনিংসে কোহলির ৭৪, পূজারার ৪৩ এবং রাহানের ৪২ রানে সুবাদে ২৪৪ রান তুলে ভারত। ভারতের ২৪৪ রানের জবাবে অশ্বিন এবং উমেশ যাদবের বোলিং তাণ্ডবে মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় স্বাগতিক অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত প্রথম ইনিংস: ২৪৪/১০ (কোহলি ৭৪, পূজারা ৪৩, রাহানে ৪২; স্টার্ক ৪/৫৩, কামিন্স ৩/৪৮)

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১৯১/১০ ( টিম পেইন ৭৩*, মার্নাস ল্যাবুশেন ৪৭, অশ্বিন ৪/৫৫, উমেশ যাদব ৩/৪০)

ভারত দ্বিতীয় ইনিংস: ৩৬/১০ (আগারওয়াল ৯, বিহারি ৮, হ্যাজেলউড ৫/৮, কামিন্স ৪/২১)