My Sports App Download
500 MB Free on Subscription


পাকিস্তানের দায়িত্ব নিতে প্রস্তুত ইমরান নাজির

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান ক্রিকেট দলের নাম শুনলেই একসময় চোখে ভাসতো ইনিংসের শুরু থেকেই ধুন্ধুমার পাওয়ার হিটিং। কিন্তু এক সময়ের বিশ্বের অন্যতম শক্তিশালী দলটিই কিনা এখন নিজেদের হারিয়ে খুঁজছে। করোনা মহামারীর বিরতি কাটিয়ে ইংল্যান্ডের সঙ্গে হারের পর তারা হেরেছে নিউজিল্যান্ডের বিপক্ষেও। সাবেক ক্রিকেটার সহ সকলেই এমন ভরাডুবির জন্য দায়ী করছেন কোচ মিসবাহ উল হককে।

টালমাটাল অবস্থায় রয়েছে মিসবাহর গদি। এর মধ্যেই সাবেক অনেক পাকিস্তানি ক্রিকেটার জানান দিচ্ছেন কোচ হিসেবে তারা দায়িত্ব নিতে প্রস্তুত। এই কাতারে যোগ দিয়েছেন সাবেক ওপেনার ইমরান নাজির।

সর্বশেষ দুই সফরেই ব্যাটিং ও ফিল্ডিং দুর্বলতা চোখে পড়ার মত ছিলো পাকিস্তান দলের। নিউজিল্যান্ডের বিপক্ষে বাবর আজম বিহীন ব্যাটিং লাইন আপ তো রীতিমত সংগ্রাম করেছেন, সেই সঙ্গে ফিল্ডাররা যেন নেমেছিলেন ক্যাচ ছাড়ার প্রতিযোগীতায়। দলের এমন হতশ্রী পারফরম্যান্স হতাশ করেছে নাজিরকে।

শহীর আফ্রিদির পরে পাওয়ার হিটার হিসেবে পরিচিতি ছিলো নাজিরের। ফিল্ডার হিসেবেও দারুণ ছিলেন তিনি। তরুণ খেলোয়াড়রা সঠিক মানুষের পরিচর্যা পাচ্ছেন না বলে দলের এমন হতশ্রী অবস্থা বলে মনে করেন সাবেক এই ডানহাতি ব্যাটসম্যান। সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন সুযোগ পেলে তিনি কোচ হিসেবে দেশের দায়িত্ব কাঁধে তুলে নিতে প্রস্তুত।

এই প্রসঙ্গে নাজির বলেন,'পাকিস্তানি খেলোয়াদের যেভাবে ফিল্ডিং এবং পাওয়ার হিটিং করা উচিত তারা সেভাবে করতে পারছেনা। তাদের শেখানোর দায়িত্ব এমন সঠিক মানুষের দায়িত্বে নেই যে কিনা দুই দিকই শেখাতে পারবে। এটি দেখে হতাশ হয়ে পরি। ক্রিকেট ছাড়ার পরে আমার মতো ফিল্ডিং দক্ষতার কোন খেলোয়াড়কেও দেখিনি। আমার এবং শহীদ আফ্রিদির পরে আসল পাওয়ার হিটার হিসেবেও একমাত্র শারজিল খানের উত্থান হয়েছিলো।'

'আমাকে কোচ হওয়ার প্রস্তাব দেয়া হলে আমি দেশের জন্য কাজ করতে প্রস্তুত। আমাকে কিছু সময় দিবেন (পাকিস্তান দলের সঙ্গে) আমি তাদের ব্যাটিং এবং পাওয়ার হিটিংয়ের উন্নতি ঘটাবো। আমি দাম্ভিকতা দেখাচ্ছি না কিন্তু আমি নিজের ক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী।'

পাকিস্তানের জাতীয় দলের জার্সিতে ১৯৯৯ সালের মার্চে আবির্ভাব ঘটে ইমরান নাজিরের। সেই সময় বিশ্বের বড় বড় সব ক্রিকেটবোদ্ধারা 'ভবিষ্যতের সুপারস্টার' হিসেবে আগাম স্বীকৃতি দিয়েছিলেন। এমনকি অনেকে ভারতের বীরেন্দ্র শেবাগের সঙ্গে তুলনা শুরু করেছিলেন। তবে নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি নাজির।

এই কারনেই মাত্র ৮টি টেস্ট, ২৫টি টি-টি টোয়েন্টি এবং ৭৯ ওয়ানডে খেলেই শেষ হয়ে যায় তার আন্তর্জাতিক ক্যারিয়ার। তিন ফরম্যাটে তার রান সংখ্যা যথাক্রমে ৪২৭, ৫০০ এবং ১৮৯৫। সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন ২০১২ সালে। অন্যদিকে, তাঁর প্রতিদ্বন্ধী শেবাগ নিজেকে কিংবদন্তির পর্যায়ে নিয়ে অবসরে গিয়েছেন।

  •