My Sports App Download
500 MB Free on Subscription


চট্টগ্রাম টেস্ট ভুলে যেতে চান মুমিনুল

চট্টগ্রামে চারদিন আধিপত্য বিস্তার করে শেষ দিনে এসে হেরে গেছে বাংলাদেশ। অভিষিক্ত কাইল মায়ার্সের ঠান্ডা মাথার ২১০ রানের ইনিংসের কাছে হার মানতে হয় মুমিনুলদের। তবে বাংলাদেশ চট্টগ্রাম টেস্টের হার ভুলে ঢাকা টেস্টের দিকে তাকিয়ে।

মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মুমিনুল হক বলেছেন, ‘অতীত যেটা চলে গেছে ওইটা নিয়ে চিন্তা না করাই ভালো। ওইখান থেকে যেগুলো ইতিবাচক জিনিস আছে সেগুলো নিয়ে সামনে এগোতে চাই। ওই হিসেবে আল্লাহর রহমতে সবাই ইতিবাচক আছে। ইনশাআল্লাহ কালকে আমরা ইতিবাচক ফলাফল করতে চাই।’
চট্টগ্রাম টেস্ট হেরে কতটা চাপে মুমিনুলরা? দলের অধিনায়ক জানালেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামলে চাপ থাকবেই। ওই হিসেবে তো চাপ আছেই। সুতরাং এসব নিয়ে ভেবে লাভ নেই। আমাদের জয়ের জন্য মাঠে নামতে হবে।’চট্টগ্রামে বিশেষজ্ঞ তিন স্পিনারের সঙ্গে সাকিব ছিলেন।

কিন্তু ঢাকা টেস্টে সাকিব ছিটকে গেছেন। স্বাভাবিক ভাবেই সাকিবের জায়গায় স্পিনার নেওয়ার সুযোগ নেই। কেননা তার বদলে সুযোগ দেওয়া হয়েছে সৌম্যকে। সবমিলিয়ে মুমিনুলের কাছে একাদশ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেছেন, ‘ওইটা আসলে কন্ডিশনের উপর নির্ভর করছে, উইকেট যদি ওইরকম হয় তিনটা পেস বোলার যদি না হয় তাহলে স্পিনার খেলানো হবে। আসলে কন্ডিশনের উপর নির্ভর করবে পেস অ্যাটাক হবে নাকি স্পিন অ্যাটাক হবে।’মুমিনুল আরও যোগ করে বলেছেন, ‘অবশ্যই পেসারদের প্রাধান্য দেয়া হবে। আর উইকেট দেখে আমরা কালকে সিদ্ধান্ত নিব।’সাকিবের ছিটকে যাওয়ার বাজে পরিস্থিতির সামনে বাংলাদেশ। এক অলরাউন্ডারকে হারিয়ে দুইজনকে খুঁজতে হচ্ছে, ‘সাকিব ভাই যেহেতু নাই নেই কারণে হয়তো দুইটা প্লেয়ার আমাকে ইনক্লুড করতে হবে। সেই হিসেবে আমাদের দুইটা খেলোয়াড় নতুন করে খেলবে। দুই জায়গায় হয়তো দুজন খেলোয়াড় খেলবে।’