My Sports App Download
500 MB Free on Subscription


বরিশালকে হারিয়ে ফাইনালে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখলো ঢাকা

ফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে জিততেই হতো বরিশাল কিংবা ঢাকাকে। কঠিন এই সমীকণের ম্যাচে তামিমের বরিশালকে ৯ রানে হারিয়ে ফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে মুশফিকের ঢাকা। প্রথম কোয়ালিফায়ার ম্যাচের হেরে যাওয়ার দলের বিপক্ষে মঙ্গলবার ফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নামবে ঢাকা। 

সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বেক্সিমকো ঢাকা আগে ব্যাট করে মুশফিক-ইয়াসির-আকবরের ব্যাটিংয়ে সংগ্রহ করেছে ১৫০ রান। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ থামে বরিশালের ইনিংস। জয়ের জন্য ঠিক যেভাব শুরুর প্রয়োজন ছিলো, সেভাবে শুরু করতে পারেনি বরিশাল। দলীয় ২১ রানেই ওপেনার সাইফকে হারায় তারা। নিয়মিত আসা যাওয়ার মিছিলে একপ্রান্তে আগলে রেখেছিলেন কেবল আফিফ হোসেন। তাও দুইবার জীবন পেয়ে খেলেছেন ৫৫ রানের ইনিংস। ৩৫ বলে ৩ চার ও ৪ ছক্কায় আফিফ নিজের ইনিংসটি সাজিয়েছেন। অধিনায়ক তামিমের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ২২ রানের ইনিংস।ঢাকার বোলারদের মধ্যে মুক্তার আলী ১৮ রান খরচায় তিন উইকেট নিয়েছেন। এছাড়া শফিকুল ইসলাম ৩৯ রানে তিনটি, আল আমিন দুটি এবং রবিউল ইসলাম একটি উইকেট নিয়েছেন।

এর আগে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে গিয়েছিল ঢাকা। ২২ রানে হারায় টপ অর্ডার তিন ব্যাটসম্যানকে! তবে সেই ধাক্কা তারা সামাল দিয়েছে মুশফিক-ইয়াসিরের ৫০ রানের জুটিতে। অধিনায়ক মুশফিক ৩০ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪৩ রানের ইংনিস খেলে বিদায় নিয়েছেন। মুশফিক বিদায় নিলে আকবরকে সঙ্গে নিয়ে মিরপুরের ২২ গজে ঝড় তুলেছেন ইয়াসির আলী। ৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ২১ রানের ইনিংস খেলে আউট হয়েছেন আকবর। তবে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাটিং করা ইয়াসির আলী আজও পেয়েছেন হাফসেঞ্চুরির দেখা। ৪৩ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫৪ রান এসেছে দীর্ঘদেহী এই ব্যাটসম্যানের ব্যাট থেকে। টুর্নামেন্টে যা তার দ্বিতীয় হাফসেঞ্চুরি।কামরুল ইসলামের শেষ ওভারটি ঢাকার ব্যাটসম্যানরা কাজে লাগাতে ব্যর্থ হলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রান করতে পেরেছে তারা।বরিশালের বোলারদের মধ্যে মেহেদী হাসান ২৩ রানে দুই উইকেট নিয়ে দলের সেরা বোলার। কামরুল ইসলাম ৪০ রানে নিয়েছেন দুটি উইকেট। এছাড়া তাসকিন ও শুভ নিয়েছেন একটি করে।

  •