চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ২৬৩ রান করেছিল আয়ারল্যান্ড ‘এ’ দল। জবাবে মাহমুদুল হাসেরর ৬৬ রানের পর শামীমের অপরাজিত ৫৩ রানে ৪৯.৪ ওভারে ৬ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে বাংলাদেশের দল।
আইরিশ অলরাউন্ডার রুহান প্রিটোরিয়ার করোনা আক্রান্ত হওয়ার খবরে প্রথম ম্যাচে ৩০ ওভার পরই খেলা বন্ধ হয়ে যায়। অবশেষে দ্বিতীয় ওয়ানডের আগে সবকিছু ঠিক থাকায় ম্যাচটি মাঠে গড়ায়। চারদিনের ম্যাচের মতো ৫০ ওভারের ক্রিকেটেও আধিপত্য বিস্তার করে জিতেছে বাংলাদেশ ইমার্জিং দল। দারুণ এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো স্বাগতিকরা।করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার একদিন পরই নেগেটিভ হয়েছেন রুহান প্রিটোরিয়ার। তার দূর্দান্ত ব্যাটিংয়ে ৭ উইকেটে ২৬৩ রান করে আয়ারল্যান্ড ‘এ’ দল। প্রিটোরিয়াস ১২৫ বল খেলে ৯ চার ও এক ছয়ে নিজের ৯০ রানের ইনিংসটি সাজিয়েছেন। ছাড়া স্টিফেন ডোহেনি ৩৭ ও অধিনায়ক হ্যারি টেক্টরের ব্যাট থেকে ৩১ রান এসেছে।
বাংলাদেশ দলের বোলারদের মধ্যে সুমন খান ও রাকিবুল হাসান দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া মুকিদুল ইসলাম ও শফিকুল ইসলাম একটি করে উইকেট নিয়েছেন।করোনার কারনে যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের নিয়ে নানামুখী পরিকল্পনা থাকলেও করোনার কারনে সেটি বাস্তবায়ন করতে পারছিলেন না বাংলাদেশ। শেষ পর্যন্ত ওই দলটির বেশ কয়েকজন ক্রিকেটারদের নিয়ে ইমার্জিং দল গঠন করে বিসিবি। চারদিনের ম্যাচের মতো ওয়ানডে সিরিজেও আকবরের সতীর্থদের পারফরম্যান্স দূর্দান্ত। রবিবারতো তরুণ দুই ব্যাটসম্যান শামীম ও মাহমুদুলের ব্যাটিংয়ে জয় পেয়েছে স্বাগতিকরা।
২৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে দেখে শুনেই শুরু করেছিল বাংলাদেশ দল। ৭৯ রানে দুই উইকেট হারানোর পর আসল কাজটা করেন মাহমুদুল হাসান। তৃতীয় উইকেটে ৭৭ রানের জুটি গড়ে দলের স্কোর নিয়ে যান ১৫৬ রানে। ব্যক্তিগত ৬৬ রানে থামতে বাধ্য হন মাহমুদুল। ৯৫ বলে ৫ চারে মাহমুদুল নিজের ইনিংসটি সাজিয়েছেন। ডানহাতি এই ব্যাটসম্যানের ইনিংসের পর তাণ্ডব শুরু করেন শামীম। ৩৯ বলে ৩ চার ও ২ ছক্কায় শামীমের ৫৩ রানের জয়ের বন্দরে নোঙ্গর ফেলে ইমার্জিং দল।