করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান নির্বাচক হাবিবুল বাশার। গত দুই দিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন। আজ করোনা পরীক্ষায় তার ফলাফল পজেটিভ এসেছে।
চলতি সপ্তাহেই করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ এবং টেস্ট অধিনায়ক মুমিনুল হক। তারা কোয়ারেন্টাইনে আছেন।
এবার জাতীয় দলের নির্বাচকও করোনায় আক্রান্ত হলেন। বাশার স্বাস্থ্যবিধি মেনে নিজ বাসায় কোয়ারেন্টাইনে আছেন। তার জ্বরের মাত্রাও কিছুটা কমে এসেছে বলে জানা গেছে।
এদিকে, পাকিস্তান সুপার লিগে অংশ নেয়ার কথা ছিল মাহমুদউল্লাহর। পাকিস্তানে যাওয়ার আগে করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। সেই ফলাফল পজেটিভ আসে। এরপর নিশ্চিত হওয়ার জন্য দ্বিতীয়বার তিনি করোনা পরীক্ষা করান।
সেখানেও একই ফল আসে। আগামীকাল (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। এই টুর্নামেন্টের ড্রাফটে আছেন মাহমুদুল্লাহ এবং মুমিনুল। যদিও তাদের খেলা নিয়ে শঙ্কা রয়েছে।