My Sports App Download
500 MB Free on Subscription


আইপিএল শুরুর আগেই করোনায় আক্রান্ত অক্ষর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর শুরু হতে বাকি আর মাত্র ৬ দিন। মারণঘাতি করোনাভাইরাসের জন্য দলগুলো মেনে চলছে কঠোর স্বাস্থ্যবিধি। এর মধ্যেই আক্রান্ত হলেন ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের অলরাউন্ডার অক্ষর প্যাটেল। 

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। আইপিএল শুরুর একদিন পরেই (১০ এপ্রিল) মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে দিল্লি।  

ফ্র্যাঞ্চাইজি দিল্লির বরাত দিয়ে এএনআই জানায়, অপ্রত্যাশিতভাবে অক্ষর প্যাটেল করোনা পজিটিভ হয়েছেন। সকল ধরনের প্রটোকল মেনে তাকে আইসোলেশনে রাখা হয়েছে।  

অক্ষর এবারের আসরের দ্বিতীয় ক্রিকেটার যিনি করোনা পজিটিভ হয়েছেন। এর আগে ২২ মার্চ কলকাতা নাইটরাইডার্সের নীতিশ রানা করোনায় আক্রান্ত হয়েছিলেন। 

দিল্লি-চেন্নাইসহ মহারাষ্ট্রের মুম্বাইয়ে ক্যাম্প গড়েছে পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস। গতকাল শুক্রবার নতুন করে ৪৭ হাজার ৮২৭ জনের দেহে করোনা ধরা পড়ে। মারা যান ২০২ জন।