My Sports App Download
500 MB Free on Subscription


পিএসএলের প্লে-অফে আজ মাঠে নামছেন তামিম

করোনাভাইরাসের প্রভাবে আটকে যাওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে-অফ আজ শনিবার থেকে শুরু হচ্ছে। কোয়ালিফায়ারে মুখোমুখি হবে মুলতান সুলতানস ও করাচি কিংস। আর প্রথম এলিমিনেটরে লড়বে লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমি। লাহেরের হয়ে মাঠে নামবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। লাহোরের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

পিএসএলের প্লে-অফে অংশ নিতে গত ১১ অক্টোবর পাকিস্তানে পৌছান তামিম। সেখানে দুই দিনের কোয়ারেন্টাইন শেষে লাহোরের হয়ে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলেন। ওই ম্যাচে প্রতিপক্ষ মুলতান সুলতানসের বিপক্ষে তিনি ৩৮ বলে ৩৭ রান করেন। মুলতান সুলতানসের হয়ে খেলার কথা ছিল মাহমুদউল্লাহ রিয়াদেরও।

করোনায় আক্রান্ত হওয়া রিয়াদের পরিবর্তে ইংল্যান্ডের মঈন আলীকে দলে নিয়েছে মুলতান।গত মার্চে করোনাভাইরাসের কারণে পিএসএল মাঝপথে বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার আগে শুধুমাত্র প্লে-অফের খেলাই বাকি ছিল। প্লে-অফের দলগুলো হল: মুলতান সুলতানস, করাচি কিংস, লাহোর কালান্দর্স ও পেশোয়ার জালমি।