My Sports App Download
500 MB Free on Subscription


বরিশালের হয়ে ফাইনাল খেলার ইচ্ছে তাসকিনের

আগামী ২৪ নভেম্বর পর্দা উঠবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের। এই টুর্নামেন্টে অংশ নেবে সর্বমোট পাঁচটি দল। যার মধ্যে অন্যতম ফরচুন বরিশাল। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে দলটির লোগো ও জার্সি উন্মোচনা করা হয়।

বরিশালের হয়ে আসন্ন টুর্নামেন্টটিতে খেলবেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। লোগো উন্মোচন অনুষ্ঠানে তিনি জানিয়েছেন দলকে ফাইনালে নেয়ার ইচ্ছার কথা।

তাসকিন বলেন, 'আলহামদুলিল্লাহ, ভালো লাগছে প্রথমবারের মতো আমি বরিশালের হয়ে কোন একটি টুর্নামেন্টে খেলতে নামবো। আমি চাই যে যাতে এই টুর্নামেন্টটা আমার জন্য স্মরণীয় হয় এবং আমরা যাতে ফাইনালে খেলতে পারি ইনশাআল্লাহ। এটাই আমার ইচ্ছা।'

গেল বিসিবি প্রেসিডেন্টস কাপে দারুণ বোলিং করেন তাসকিন আহমেদ। দেখান বদলে যাওয়ার সম্ভাবনা। ফিটনেসের ওপর জোর দেয়াতেই এমনটি সম্ভব হয়েছে বলে মনে করেন তাসকিন। পারফরম্যান্স যেমনই হোক এটি ধরে রাখতে চান তারকা এই পেসার।

তিনি বলেন, 'লকডাউনে আমি আমার কাজ করেছি। সবসময় লক্ষ্য করেছি আমার ফিটনেসে। আর এখন শুধু চেষ্টা করবো আমার প্রক্রিয়াটা ঠিক রাখার। সামনের ফল যেটাই হোক ভালো খেলি খারাপ খেলি এটা পরের হিসেব। কিন্তু আমি আমার নিয়মতান্ত্রিক জীবন এবং আমার প্রক্রিয়া মানে ট্রেনিংয়ের ধরণটা ধরে রাখতে চাই। বাকি সব তো আল্লাহর ইচ্ছা।'

বঙ্গবন্ধু কাপে যারা ভালো খেলবে তারাই জিতবে বলে মনে করেন তাসকিন, ' কাগজে-কলমে তো ক্রিকেটের ফলাফল বলাটা কঠিন। দিন শেষে যারাই ভালো খেলবে ওরাই জিতবে। আর আমার বিশ্বাস আমাদের যে টিম যদি ভালোভাবে মাঠে খেলতে পারি ইনশাআল্লাহ ফাইনাল খেলব।'